বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের মানোন্নয়নে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা

প্রতিযোগিতার পোস্টার। ছবি: Wikimedia Bangladesh/সিসিবাইএসএ ৪.০

বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধের মানোন্নয়নের লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) শুরু হয় এবং ১১ এপ্রিল শেষ হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা, বৈচিত্র্য এবং বহুভাষিকতার গুরুত্বকে স্বীকৃতি দেয়। বাংলাদেশের পক্ষে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ; কারণ ১৯৫২ সালে বাংলাদেশের জনগণ (তৎকালীন পূর্ব পাকিস্তান) বাংলা ভাষার স্বীকৃতি অর্জনের জন্য লড়াই করেছিল। দিনটি মাতৃভাষার প্রতি আমাদের ভালবাসা, আবেগকে প্রতিফলিত করে, যা গভীরভাবে আমাদের বাঙালি সংস্কৃতিতে গ্রথিত। এই দিবস উপলক্ষ্যে এবং বাংলা উইকিপিডিয়ায় গুণগত নিবন্ধ বাড়ানোর লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ প্রায় প্রতি বছর নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আমাদের প্রতিপাদ্য হলো “আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু।”

এ বছরের প্রতিযোগিতা নির্দিষ্ট তালিকা থেকে বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান গুরুত্বপূর্ণ নিবন্ধের মানোন্নয়নের ভিত্তিতে আয়োজন করা হয়। পাশাপাশি নারী দিবসকে কেন্দ্র করে নারী অধিকার ও অধিকার লঙ্ঘন বিষয়ক নিবন্ধের মানোন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। জীবনী, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি সহ নানাবিধ বিষয়ে অংশগ্রহণকারীরা নিবন্ধ সম্প্রসারণ করেন। তৈরি হয় শব্দ, পরিবেশগত প্রকৌশল, তড়িৎ প্রবাহ প্রভৃতি নিবন্ধ। নারী দিবস উপলক্ষ্যে যুক্ত নতুন বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা নিবন্ধের মানোন্নয়ন করেন। স্ত্রী, নারী শিক্ষা, প্রভৃতি নিবন্ধ সম্পূর্ণ করা হয়।

আমরা সবাই কঠিন সময় অতিক্রম করছি। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রয়েছে। শিক্ষার্থীরাই বাংলা উইকিপিডিয়ার অবদানকারীদের বৃহত্তম অংশ গঠন করে, এবং তারাই সবসময় এ ধরণের প্রতিযোগিতাগুলোতে সবচেয়ে বেশি অংশগ্রহণ করে। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তাদের অনেকেই তাদের নিজস্ব এলাকায় বসবাস করছে; এবং সেখানে নেটওয়ার্ক ভালো না-ও হতে পারে। আমরা চিন্তিত ছিলাম, কারণ তারা হয়তো এবারে অংশগ্রহণ করতে সমস্যার সম্মুখীন হতে পারে। যদিও বাধাটি উপস্থিত ছিল, প্রতিযোগিতাটি তবুও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ১০০০-এরও বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেন, তথা আগ্রহ প্রকাশ করেন। তবে প্রতিযোগিতার সার্বিক দিক বিবেচনা করে যুক্ত নিয়মাবলী মেনে এবং যাচাই-বাছাই শেষে প্রতিযোগিতায় মোট ১১৪টি নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলা উইকিপিডিয়ায় নবাগত অবদানকারী হাসনাত আব্দুল্লাহ। তিনি এ প্রতিযোগিতার মাধ্যমেই উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে সাইফুর রহমান ও তকী তাহমিদ গালিব। এই প্রতিযোগিতায় কেউ একটি নিবন্ধ অনুবাদ করলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে আয়োজকদের পক্ষ থেকে। এই নিবন্ধসমূহ অভিজ্ঞ উইকিপিডিয়ানদের দল পর্যালোচনা করেন এবং আয়োজকরা তত্ত্বাবধান করেন। এ প্রতিযোগিতার সফল আয়োজনে পর্যালোচকদের অবদান অসামান্য ছিল। ব্যবহারকারী:SHEIKH এককভাবে প্রতিযোগিতার সর্বোচ্চ সংখ্যক নিবন্ধ (৪০টি) পর্যালোচনা করেন!

প্রতিযোগিতাটি অনেক নবাগতকে আকৃষ্ট করে। বাংলা উইকিপিডিয়ার যাত্রার শুরুর ক্ষণ থেকে এ ব্লগ লেখার আগ পর্যন্ত মাসিক সক্রিয় সম্পাদক নম্বরের দিক থেকে মার্চ ২০২১ ছিল চতুর্থ-সর্বোচ্চ! বিষয়বস্তু এবং অ-বিষয়বস্তু উভয় ক্ষেত্র বিবেচনা করে মাসিক সক্রিয় সম্পাদক সংখ্যা ছিল সর্বোচ্চ। সবশেষে এ প্রতিযোগিতার অংশগ্রহণকারী, পর্যালোচক এবং সমগ্র বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ জানাই!

বাংলা উইকিপিডিয়ার শুরু থেকে মাসিক সক্রিয় সম্পাদক সংখ্যা (বিষয়বস্তু ও অ-বিষয়বস্তু)। উৎস: Wikimedia Statistics

No comments

Comments are closed automatically after 21 days.