আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত ডাটাথনে বাংলাদেশ ও ভারতের স্বেচ্ছাসেবকগণ বাংলাদেশে অবস্থিত জাদুঘর সম্পর্কিত উইকিউপাত্ত আইটেমসমূহে তথ্য প্রদান করার পাশাপাশি তথ্যের মানোন্নয়ন করেছেন। এটি ছিল উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায় চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় এবং ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় কতৃক যৌথভাবে সংগঠিত দিনব্যাপী ডাটাথন। যেহেতু “জাদুঘর সাংস্কৃতিক বিনিময়, সংস্কৃতির সমৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং শান্তি বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম”। তথ্য যুক্তকরণের মাধ্যমে জাদুঘর সম্পর্কিত উইকিউপাত্ত আইটেমগুলি সমৃদ্ধ করা এবং সংশ্লিষ্ট জাদুঘরের ছবি যুক্ত করা ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
প্রস্তুতি
উইকিউপাত্তে আয়োজনের একটি ইভেন্ট পাতা তৈরি করা হয়েছিল, যেখানে সারণীর মাধ্যমে বিদ্যমান এবং অবিদ্যমান উপাত্তের তালিকা করা হয়েছে। যার মাধ্যমে অংশগ্রহণকারীরা উইকিউপাত্তে বিদ্যমান নেই এমন আইটেমগুলিতে সহজে অবদান রাখতে পারে। ডাটাথনে অবদানকারীদের প্রায় সকলেই ছিলেন বাংলা উইকিপিডিয়াচারী। সর্বোপরী এই আয়োজনে তাদের কাছ থেকে আশানরূপ সাড়া পাওয়া যায়। আয়োজন শেষে সকল অংশগ্রহণকারীদের উইকিপদক এবং উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ই-সনদ প্রদান করা হয়।
ফলাফল
২০২৩ সালের ১৮ মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে দিনব্যাপী এই ডাটাথন অনুষ্ঠিত হয়েছিল। এ বছরের প্রতিপাদ্য ছিল “জাদুঘর, স্থায়িত্ব এবং সমৃদ্ধি”। ডাটাথনে উইকিউপাত্তে মোট ২৬টি নতুন আইটেম তৈরি করার পাশাপাশি তথ্য যুক্তকরণের মাধ্যমে ৬৬টি আইটেম সমৃদ্ধ করা হয়েছে। ফলস্বরূপ বাংলাদেশের জাদুঘরের সম্পূর্ণ তালিকা হালনাগাদ সম্পন্ন করা হয়। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় আবারও প্রমাণ করেছে যে জ্ঞানের ক্ষেত্রে জাদুঘর এবং সংরক্ষণাগার সম্পর্কিত উপাত্তের বিষয়ে দৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশেষে, বরাবরের মতো বিদ্যমান তথ্যের অপ্রাচুর্যতা হ্রাস করতে উইকিউপাত্তে থাকা দরকার এমন বিষয়ে আইটেম তৈরি করার জন্য সকলের প্রতি আহবান রইলো।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation