প্রথমবারের মতো শুরু হয়েছে উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, বাংলার প্রেমে উইকি ২০২৪। প্রথম সংস্করণের বিষয় হলো বাংলার খাবার, যার লক্ষ্য সারা বিশ্বে প্রাপ্ত বাংলা খাবারের ছবির গুণমান এবং পরিমাণের উন্নতি সাধনের মাধ্যমে বাঙালি রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরা। বাঙালি রন্ধনশৈলী হলো বাঙালি জাতির ঐতিহ্যগতভাবে প্রাপ্ত এবং চর্চাকৃত রন্ধনপদ্ধতি। দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলে বঙ্গে উৎপত্তি লাভ করে এই রন্ধনশৈলী বর্তমানে সারাবিশ্বে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন রূপে, বিভিন্ন স্বাদে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলা উইকিমৈত্রীর আয়োজনে এই প্রতিযোগিতাটি ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মাসব্যাপী চলবে। বাংলার প্রেমে উইকির লক্ষ্য হচ্ছে আলোকচিত্রের মাধ্যমে প্রতি বছর বাঙালি সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা। শুরুর বছর হিসেবে এই বছর বাংলার রন্ধনশৈলীর মনোরম জগত তুলে ধরার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। আপনি যদি বাঙালি খাবার পছন্দ করেন এবং আলোকচিত্রে আগ্রহী হন, তবে এখনই সময় আপনার প্রতিভা তুলে ধরার! আপনি একাধিক ছবি জমা দিতে পারেন, তাই নির্ধিদ্বায় সুস্বাদু বাঙালি খাবারগুলির ছবি তুলুন ও তা ছড়িয়ে দিন।
শুধু তাই নয়, আরও আকর্ষণীয় বিষয় হলো এই প্রতিযোগিতায় চমত্কার পুরস্কারের ব্যবস্থা রয়েছে। একটি সম্মানিত আন্তর্জাতিক বিচারক দল শীর্ষ ১০০টি আলোকচিত্র পর্যালোচনা করে সেরা ১০টি আলোকচিত্রকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করবে। পুরস্কার হিসেবে ১ম স্থান অধিকারী পাবেন ৩৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারী পাবেন ২৫ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারী পাবেন ১৫ হাজার টাকা। এছাড়া শীর্ষ ১০ জন বিজয়ীকে সার্টিফিকেট ও উপহার প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক ছবি আপলোডকারীও সার্টিফিকেট ও উপহার পাবেন। আমাদের বিচারক দলে আছেন ভারতের সুমিত সুরাই ও আলোকচিত্রী বিশ্বরূপ গাঙ্গুলী এবং বাংলাদেশের পেশাদার আলোকচিত্রী আবদুল মোমিন।
বাংলা উইকিমৈত্রী হল একটি আন্তর্জাতিক আন্তর্জাল (নেটওয়ার্ক) যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অথবা বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলির মধ্যে বিষয়ভিত্তিক-ভাষাগত সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার কাজ করে। এটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই নেটওয়ার্কে দুইটি সহযোগী রয়েছে: উইকিমিডিয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation