অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪

অসমীয়া উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়ার যৌথ উদ্যোগে ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ নামে একটি গণসম্পাদনার আয়োজন করা হয়। ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য দুই দেশের উইকিপিডিয়ানদের একত্রিত হয়ে অনলাইনে মুক্তভাবে অবদান রাখতেই এটির আয়োজন করা হয়। এটির লক্ষ্য ছিল অসমীয়া ও বাংলা উইকিকে সমৃদ্ধ করা।

এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল উইকিমিডিয়া বাংলাদেশ, ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় ও অসমীয়া ব্যবহারকারী দল। এই সহযোগিতামূলক সম্পাদনা আয়োজনে উৎসাহী উইকিপিডিয়ানরা অংশ নিয়েছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ও অসমীয়া উইকিপিডিয়ায় বাংলাদেশ এবং আসামের লেখক, রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পী ইত্যাদি জ্ঞানী-গুনী ব্যক্তিদের নিয়ে নতুন নিবন্ধ তৈরি হয়। দুই দেশের উইকিপিডিয়ার সম্পাদকদের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধিতে এই আয়োজন তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। এটি দুই দেশের দুই ভাষার শিল্প, সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ ব্যানার

পটভূমির কথা

আমি (দোলন প্রভা) উইকি ওম্যান ক্যাম্প ২০২৩-এর সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লিতে গিয়েছিলাম। সেখানে অসমীয়া উইকিপিডিয়ান প্রণামিকা অধিকারীর সাথে সাক্ষাৎ হয়। তিন দিনের সম্মেলনে আমরা নানা বিষয়ে কথাবার্তা বলি। আমরা বেশ কিছু পরিকল্পনা করি। তার মধ্যে দুই ভাষার নিবন্ধকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের শেষের দিন সকালের নাস্তার টেবিলে বসে আমরা পরিকল্পনা করি একটি এডিটাথন করার। প্রণামিকা অধিকারী জানান অসমীয়া ভাষার ব্যক্তি বা লোকসংস্কৃতি বিষয়ে এডিটাথন করা যায় কি না। আমি জানাই যে, বাংলাদেশ চ্যাপ্টারের সাথে এই বিষয়ে আলোচনা করে তাদেরকে জানাবো। পরবর্তীতে দেশে ফিরে আমি সভাপতি শাবাব মুস্তাফা ও কোষাধ্যক্ষ মাসুম আল হাসান রকির সাথে কথা বলি। প্রণামিকা অধিকারী তাদের সম্প্রদায়ের মাসিক আড্ডাতে এডিটাথনের বিষয়ে জানান। পরবর্তীতে আমরা উভয়ই ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নিই যে নতুন বছরের শুরুতে একটি সম্পাদনা মেলার আয়োজন করব।

ফলাফল

বিগত বছরের অভিজ্ঞতা অনুসারে, বাংলা উইকিপিডিয়ায় একটি ইভেন্ট পাতা তৈরি করা হয়েছিল যেখানে নিবন্ধগুলির একটি তালিকা দেওয়া হয়। অসমীয়া উইকিপিডিয়াতেও একই কাজ করা হয়। এই তালিকা অনুসারে অসমীয়া ও বাংলা উইকিপিডিয়ানরা একে অন্যের ভাষার ব্যক্তিদের নিবন্ধ তৈরি করেন। তবে এরমধ্যে বেশিরভাগ নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়ায় তৈরি ছিলো। এতে করে নিবন্ধগুলি অনুবাদ করতে সহজ হয়েছিল। পরবর্তীতে ফাউন্টেন সরঞ্জামে নিবন্ধ জমা দেওয়া এবং পর্যালোচনার মাধ্যমে গৃহীত হয়েছিলো। আমাদের এই আয়োজনে খুব ভালো সাড়া পাওয়া যায়। 

৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত সাত দিনের এডিটাথনে বাংলাদেশ থেকে ১৪ জন অংশগ্রহণকারী ৪২টি এবং আসাম থেকে ৮ জন অংশগ্রহণকারী ৫২টি নতুন নিবন্ধ লিখেছেন। একই সাথে, নতুন তৈরি নিবন্ধগুলির জন্য উইকিউপাত্তে পাতাগুলিও হালনাগাদ করা হয়। বাংলা উইকিপিডিয়ায় সংগঠক হিসাবে ছিলেন অনুপ সাদি ও আমি (দোলন প্রভা) এবং পর্যালোচক হিসাবে ছিলেন সামিহা রহমান। অসমীয়া উইকিপিডিয়ায় সংগঠক ছিলেন প্রণামিকা অধিকারী, দিব্য দত্তনয়ন জ্যোতি নাথ এবং পর্যালোচক ছিলেন প্রণামিকা অধিকারী ও বাবুল বৈশ্য

এডিটাথন শেষে অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া পদক এবং উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক জারি করা ই-সার্টিফিকেট প্রদান করা হয়।