ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে বাংলা উইকিপিডিয়ার ২০তম জন্মদিন উদ্‌যাপন

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের আয়োজনে নেত্রকোণা জেলায় গত ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলা উইকিপিডিয়ার ২০তম জন্মদিন পালিত হয়েছে। ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের এই আয়োজনটি নেত্রকোণা জেলার নাগড়া এলাকার স্থলপদ্মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

কেক
উইকিপিডিয়ার ২০তম জন্মদিন উদযাপনের কেক। ছবি তুলেছেন দোলন প্রভা।

২০০৪ সালের এই দিনে বাংলা ভাষায় যাত্রা শুরু করে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, যা স্বেচ্ছাসেবকদের অবদানের ভিত্তিতে ধীরে ধীরে গড়ে উঠছে। বাংলা উইকিপিডিয়ার ২০তম জন্মদিনের অনুষ্ঠান বাংলাদেশের কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয়। ২৬ তারিখ ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় উইকিপিডিয়ানদের আড্ডা অনুষ্ঠিত হয়। ২৭ তারিখ ময়মনসিংহ, গাজীপুররাজশাহীর উইকিপিডিয়ানরা পৃথক আড্ডার আয়োজন করেন।

নেত্রকোণায় অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার এই জন্মদিনের অনুষ্ঠানে উইকিপিডিয়ানরা ও আগ্রহীরা সবাই শহরের স্থলপদ্ম প্রাঙ্গণে মিলিত হন। এই আড্ডাটি ছিলো সবার জন্য উন্মুক্ত, তাই যারা বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়া অন্দোলন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না, তারাও অংশ নিয়েছিলেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সমন্বয়ক এবং উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য দোলন প্রভা, লেখক ও উইকিপিডিয়ান অনুপ সাদি, কবি এনামূল হক পলাশ, প্রকাশক মাহবুবা এনাম সোমা, উইকিপিডিয়ান আহনাফ হক, অধ্যাপক রেদোয়ান রিয়াদ, ছাত্রী তিথি সরকার এবং আবৃত্তিকার শিল্পী ভট্টাচার্য্য। 

জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিগণ। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ

অনুষ্ঠানে বাংলা উইকিপিডিয়াতে নিজেদের কাজ ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা কীভাবে উইকিতে অবদান রাখছে সে সম্পর্কে সংক্ষিপ্ত কথা হয়। বাংলা উইকিপিডিয়াকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়েও অনেকে মতামত দেন। এরপরে কেক কেটে ২০তম জন্মদিন উদযাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া নিয়ে উন্মুক্ত কথা বলেন।

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় দুই বছরের বেশী সময় ধরে নানা প্রকার অনলাইন ও অফলাইন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনার উপরে ফটোওয়াক আয়োজন করে আসছে। সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকরা অফলাইন মিটআপে অংশ নিয়ে নতুন নতুন পরিকল্পনা করে থাকেন। এছাড়া নেত্রকোণার প্রাণকেন্দ্রে অবস্থিত নেত্রকোণা সরকারি মহিলা কলেজে এই সম্প্রদায়ের উদ্যোগে ২০২৩ সালে অমর একুশে ও উইকি জরিপ ২০২৩-এর দুটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর ফলে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে জানতে পেরেছে অনেক ছাত্রী। নেত্রকোণা একটি প্রান্তিক জেলা, ইন্টারনেট ব্যবহার সম্পর্কে তেমন সচেতন নয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যক্রমে অংশ নেয়। শিক্ষা ও তথ্যের জন্য উইকিপিডিয়া নির্ভরযোগ্য এই বিষয়টি তুলে ধরার জন্য ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের অফলাইন কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে বাংলা উইকিপিডিয়ার ২০তম জন্মদিন উদ্‌যাপনের এই কার্যক্রমটি নেত্রকোণার উইকিপিডিয়ানদের মধ্যে ও অনলাইনে উইকি পাঠকদের মধ্যে ইতিবাচক প্রভাব রেখেছে। এই আয়োজনে নেত্রকোণা জেলায় কীভাবে অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যায় সেই বিষয়েও কথা হয়। সন্ধ্যার মধ্যে প্রাণবন্ত এই কার্যক্রমটি সমাপ্ত হয়।

এই কার্যক্রমের আরও ছবি এখানে দেখা যাবে